ঢাকা: প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সকল কোম্পানির করপোরেট কর অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বর্হিভূত সকল কোম্পানির কর আরোপ আগের অবস্থায় বহাল থাকছে। ২০২২-২৩ অর্থবছরের এই সকল কোম্পানির করপোরেট কর আড়াই শতাংশ কমানো হয়েছিল।
এছাড়া ২০২২-২৩ অর্থবছরের ব্যাংক, বিমা, সকল আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, সকল তামাক কোম্পানি এবং মোবাইল ফোন কোম্পানির করপোরেট করের হার প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত রাখা হয়েছিল। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও এসব খাতে করে কোনো পরিবর্তন আনা হয়নি। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন ।
মুস্তফা কামাল বলেন, ‘বর্তমানে খাতভিত্তিক অনেকগুলো করপোরেট করহার কার্যকর রয়েছে। করদাতার সকল প্রকার আয় ও প্রাপ্তি, ব্যয় এবং বিনিয়োগ আনুষ্ঠানিক মাধ্যমে লেন-দেনের শর্ত পরিপালনের ভিত্তিতে নন-লিস্টেড কোম্পানিসমূহ এবং ভিন্নরূপে সঙ্গায়িত নয় এমন আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা ও অন্যান্য কর যোগ্যসত্তার ক্ষেত্রে বিদ্যমান করহার ৩০ শতাংশ থেকে সাড়ে সাড়ে ২৭ শতাংশ।’
তিনি আরও বলেন, ‘অর্থনীতিকে অধিকতর আনুষ্ঠানিক করা এবং এক ব্যক্তি কোম্পানির প্রতিষ্ঠা উৎসাহিত করার লক্ষ্যে নন-লিস্টেড কোম্পানিসমূহের মতই শর্ত পরিপালন সাপেক্ষে এক ব্যক্তি কোম্পানির বিদ্যমান করহার ২৫ শতাংশ থেকে সাড়ে ২২ দশমিক ৫ শতাংশ। পরিশোধিত মূলধনের নির্দিষ্ট পরিমাণের অধিক শেয়ার আইপিও এর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির জন্য বিদ্যমান করহার ২২ দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশ। তবে এক্ষেত্রে বার্ষিক নির্ধারিত পরিমাণ নগদ ব্যয় ও বিনিয়োগ ব্যতীত সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ এবং সকল প্রকার আয় অথবা প্রাপ্তি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে ব্যর্থ হলে কর হার ২০ শতাংশ, এজন্য প্রযোজ্য তালিকাভুক্ত কোম্পানির করহার সাড়ে ২২ শতাংশ এবং একইভাবে শর্তের ব্যত্যয় ঘটলে করহার ২২ দশমিক ৫ শতাংশ, এজন্য প্রযোজ্য তালিকাভুক্ত কোম্পানির করহার ২৫ শতাংশ।’
তিনি বলেন, ‘গত ২০২০-২০২১ অর্থবছর হতে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত প্রতি বছর করপোরেট করহার হ্রাস করা হয়েছে। বর্তমানে প্রতি বছর দেশের কর-জিডিপি বৃদ্ধির লক্ষ্য আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে সার্বিক বিবেচনায় করপোরেট করের বিদ্যামন হার কাঠামো বহলা রাখাল প্রস্তাব করছি।’