বাড়বে এলপিজি সিলিন্ডারের দাম
১ জুন ২০২৩ ১৬:৫৫
ঢাকা: নতুন অর্থবছরের বাজেট পাস হলে এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে। প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে। আগে এই খাতে ৫ শতাংশ মূল্য সংযোজন করা থাকলেও এবার ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে উত্থাপিত বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, আয়রন অথবা স্টিল (এলপিজি সিলিন্ডার) এর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান মূল্য সংযোজন কর হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করে আলোচ্য রেয়াত সুবিধা ৩০ জুন ২০২৪ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। এর ফলে সিলিন্ডারে দাম বাড়বে।
‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে এবারের বাজেটের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকটে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা।
ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের চূড়ান্ত আকার (ব্যয়) ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে আয় ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।
বাজেটে মোট ঘাটতির পরিমাণ ৫ দশমিক ২ শতাংশ। বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির লক্ষ্য ধরা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম