Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বরাদ্দ সাড়ে ১০ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৭:৩৪

ঢাকা: কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছর এই বিভাগে বরাদ্দ ছিলো ৯ হাজার ৭২৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব পেশ করেন। স্পিকার শিরিন শারমীন চৌধুরির সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আসছে অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ‘তারুণ্যের শক্তি’কে বাংলাদেশের সমৃদ্ধির উৎস হিসেবে বিবেচনা করে জানান, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। একইসঙ্গে আমরা মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করে তুলেছি। ২০১০ সালে যেখানে কারিগরি শিক্ষায় ভর্তির হার ছিল মাত্র ১ শতাংশ সেখানে ২০২২ সালে তা প্রায় ১৭.২ শতাংশে উন্নীত হয়েছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করতে হলে আমাদের ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৩০ শতাংশে উন্নীত করতে হবে। এ লক্ষ্য অর্জনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

কারিগরি শিক্ষা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণে আমাদের সরকার নানা উদ্যোগ নিয়েছে। কারিগরি শিক্ষা অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণে আমাদের সরকার যে কাজগুলো হাতে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ৮টি বিভাগীয় সদরে ৮টি মহিলা টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন; ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ৬তলা একাডেমিক ভবন নির্মাণ, কারিগরি শিক্ষা অধিদফতরের ৮টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ; বিদ্যমান ২৪টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি ও ২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘১০০টি উপজেলার প্রতিটিতে ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে এবং ৮৫টিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে সিলেট, বরিশাল, রংপুর, ও ময়মনসিংহ জেলায় ৪টি মহিলা পলিটেকনিক স্থাপনের কাজ চলমান আছে। চলমান আছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের কাজ। এছাড়া, মাদরাসাসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১ হাজার ৮০০টি মাদরাসার মধ্যে ৪৩১টি মাদরাসা ভবন নির্মাণের কাজ শতভাগ শেষ হয়েছে।’

বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাজেট বাজেট ২০২৩-২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর