Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়বে সিমেন্টের দাম

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৭:৪৭ | আপডেট: ১ জুন ২০২৩ ১৮:৪৮

ঢাকা: প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরে আমদানি পর্যায়ে সিমেন্ট উৎপাদনের কাঁচামাল ক্লিংকার প্রতি টনের জন্য সুনির্দিষ্ট শুল্ক ২০০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে সিমেন্টের দাম বাড়বে।

বৃহস্পতিবার (১জুন) প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট পেশ করনে তিনি।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, বর্তমানে আমদানি পর্যায়ে প্রতি টন ক্লিংকারের জন্য ৫০০ টাকা শুল্ক দেন সিমেন্ট উৎপাদনকারীরা। এ ছাড়া বাণিজ্যিক আমদানিকারকরা টনপ্রতি ৭৫০ টাকা শুল্ক পরিশোধ করেন।

বিজ্ঞাপন

ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর বিকলে ৩টা ৫মিনিটে অর্থমন্ত্রী জাতীয় সংসদে উপস্থাপন করেন।

সারাবাংলা/এসজে/এনএস

২০২৩-২৪ অর্থবছরের বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর