কিয়েভে রুশ মিসাইল হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
১ জুন ২০২৩ ১৯:৫২
১ জুন ২০২৩ ১৯:৫২
মে মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৮ বার আকাশ পথে হামলা চালিয়েছে রাশিয়া। গত মাসে এসব হামলার বেশিরভাগেই ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।
তবে বৃহস্পতিবার (১ জুন) রাতে হামলায় মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। এদিন ভোরে কিয়েভে মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, বৃহস্পতিবার ১০টি ব্যালিস্টিক এবং ইস্কান্দর ক্রুজ মিসাইল ছুঁড়েছে রাশিয়া। দেশটির ব্রিনস্ক অঞ্চল থেকে এসব মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের পুলিশ জানিয়েছে, মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে একটি হাসপাতাল, শিশুদের স্কুল, আবাসিক ভবন ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের হামলায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। একটি মিসাইলের ধ্বংসাবশেষ কিন্ডারগার্টেনে পড়ায় ওই শিশু নিহত হয়।
সারাবাংলা/আইই