Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ৩ রাষ্ট্রনায়কের প্রশংসা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ২২:৫৩

ঢাকা: জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বিষয়ে তিন রাষ্ট্রনায়কের প্রশংসার কথা উল্লেখ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশের সাম্প্রতিক অর্জনসমূহের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রশংসা বাক্যে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, ‘বঙ্গবন্ধুর যোগ্য উত্তরাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, দূরদর্শিতা এবং বলিষ্ঠ ও বিশ্বজনীন নেতৃত্ব আন্তর্জাতিক মহলের উচ্চ প্রশংসা ও স্বীকৃতি লাভ করেছে।’

তিনি বলেন, ‘মার্কিন প্রেডিডেন্ট জো বাইডেন বলেছেন, বাংলাদেশ হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি এবং আশা ও সুযোগের উৎকৃষ্ট উদাহরণ।’

অর্থমন্ত্রী বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন- বাংলাদেশ অবিশ্বাস্য উন্নতি করেছে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করেছে, দারিদ্র্য হ্রাস করেছে, শিক্ষা ও স্বাস্থ্য সম্পদে প্রবেশাধিকার বৃদ্ধি করেছে এবং জনগণের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যারা বাংলাদেশ সৃষ্টিতে আপত্তি করেছিল, বাংলাদেশের জনগণকে অবজ্ঞার চোখে দেখেছিল এবং যারা বাংলাদেশের অস্তিত্বকে শঙ্কিত করেছিল, তাদের বাংলাদেশ তার গতিশীলতা দেখাচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা, দায়বদ্ধতা এবং দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের উদ্ভাসিত আলোয় ২০৪১ সালের মাঝে সম্পূর্ণ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত জ্ঞানভিত্তিক উন্নত ‘স্মার্ট বাংলাদেশে উন্নীত হওয়ার মাধ্যমে জাতির পিতার অন্তর-মন-প্রোথিত ‘সোনার বাংলা’র স্বপ্ন পূরণের সুবর্ণ রেখাটি বাংলাদেশ স্পর্শ করবে বলে আশাবাদ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে এবারের বাজেটের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকটে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায়। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভর্তুকির চাপ সামমলানো এবং রাজস্ব আয় বাড়ানোসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। পাশাপাশি সামাজিক সুরক্ষা কৃষি, খাদ্য, নতুন কর্মসংস্থান সৃজন, প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা।

আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে এই বাজেটে। এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

সারাবাংলা/এসবি/একে

জাতীয় বাজেট প্রধানমন্ত্রী বাজেট ২০২৩-২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর