বাজেট নিয়ে ‘আগ্রহ নেই’
১ জুন ২০২৩ ২৩:২৯
ঢাকা: ইতিহাসের সবেচেয়ে বড় বাজেট নিয়ে আগ্রহ নেই সাধারণ মানুষের। রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে দেখা গেল তারা বাজেট নিয়ে ভাবছে না, অনেকে জানেনই না আজ বাজেট দিয়েছে। কেউ কেউ বলেন, তারা খবর দেখেননি।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আয় ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।
রাজধানীর সবুজবাগে ফার্নিচারের দোকান আছে মোহাম্মদ আমির হোসেনের। তার দোকানে আছে তিনজন কর্মী। বাজেট নিয়ে কী ভাবছেন জানতে চাইলে বললেন, ‘আমাগোর আর বাজেট। কাজ করতে করতেই কূল পাই না। বাজেট দেখার সময় নেই।’
উবার চালক মোহাম্মদ মাসুদ বলেন, ‘বাজেট দেখি না। আজ বাজেট জানিও না।’
একই কথা বলেন অনার্স তৃতীয় বর্ষ পড়ুয়া নাসরিন। তিনি বলেন, ‘বাজেট বুঝি না। দেখি না কখনও। আজ যে বাজেট তা জানতাম না।’
মোহাম্মদপুরের বাসিন্দা গৃহিণী নীলা আকতার বলেন, ‘এই বাজেট নিয়ে ব্যক্তিগতভাবে আগ্রহ নেই। কারণ, বাজেট হলেও যা না হলেও তা- গরিব মানুষের খুব বেশি উপকার হয় না। জিনিসপত্রের দাম তো এমনিতেই বেড়ে আছে। এই বাজেটেও কিছু কিছু নিত্যপণ্যের দাম বাড়বে। বাজেটে গরিব মানুষের কথা ভাবার দরকার ছিল।’
৫৫ বছর বয়স্ক মুদি দোকানদার আশরাফুল ইসলাম বলেন, ‘পেটপুরে ভাত খেতে পারলেই আমি খুশি। কী বাজেট হল না হল তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তাছাড়া এগুলো আমি ভালো বুঝি না।’
যেহেতু তিনি দোকানদার তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লে ব্যবসায় ক্ষতি হবে কি-না জানতে চাইলে বলেন, ‘দাম বাড়লে একটু তো ক্ষতি হবেই।’
জিরো পয়েন্টে বিকেল সাড়ে চারটার দিকে চায়ের দোকানে সিনেমা দেখছিলেন কয়েকজন রিকশাচালক। বাজেট সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, ‘আগে সিনেমা শেষ হোক, তারপর বাজেট দেখব।’
সারাবাংলা/আরএফ/একে