Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রিটার্ন সনদে ২ হাজার টাকা করদাতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৩ ১০:২১

ঢাকা: নূন্যতম ২ হাজার টাকা কর দেওয়ার সিদ্ধান্ত আয়কর দাতাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই)।

বর্তমানে সরকারি বেশ কিছু সেবা পেতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক রয়েছে। আর সেই রিটার্নের সনদপত্র পেতে এখন থেকে ২ হাজার টাকা কর দিতে হবে। প্রস্তাবতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে। আর এই প্রস্তাব পাশ হলে তা করদাতাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবি ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংগঠনটির সভাপতি সায়ফুল ইসলাম এ মন্তব্য করেন।

তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় এমসিসিআই সভাপতি বলেন, ‘করমুক্ত আয়কর সীমা ব্যতিরেকে সেবা গ্রহণের ক্ষেত্রে ন্যূনতম কর দুই হাজার টাকা প্রদান করে আয়কর রিটার্ন জমা দেওয়া, আয়কর দাতাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে (এসএমই) প্রাতিষ্ঠানিক খাতে রূপান্তরের প্রক্রিয়াকে এই করহার বাধাগ্রস্ত করবে বলে চেম্বার মনে করে। সুতরাং, অপ্রাতিষ্ঠানিক খাতসমূহে এই করহার পুনঃবিবেচনা করার জন্য এমসিসিআই পরামর্শ দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অপরপক্ষে, কর আদায়করণকে সহজীকরণের লক্ষ্যে “কর প্রতিনিধি” নিয়োগ আয়কর আইনে সন্নিবেশিত বিধান বাস্তবায়নের পূর্বে বিস্তারিত বিশ্লেষণ জাতীয় রাজস্ব বোর্ড থেকে করার জন্য এমসিসিআই পরামর্শ প্রদান করছে। কর প্রতিনিধিগণকে স্বচ্ছতার সাথে প্রয়োজনীয় ব্রিফিং, প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া প্রয়োজন বলেও এমসিসিআই মনে করছে। অন্যথায় করপ্রদানকারী ও করআদায়কারীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটার আশংকা রয়েছে।’

সায়ফুল ইসলাম বলেন, ‘বাজেটকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে বাজেট ব্যবস্থাপনার গতিশীলতা, কর নীতি সংস্কার, কর ব্যবস্থার অটোমেশন, কর সংগ্রহে সামগ্রিক সিস্টেম লস কমানো এবং কর প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি তথা জনগণের যথাযথ সেবা প্রদানে আরো সুযোগ রয়েছে বলে চেম্বার মনে করে। এমসিসিআই সবসময় কর প্রশাসনে অর্থবহ কাঠামোগত পরিবর্তনের পরামর্শ দিয়ে আসছে, যেন কর প্রশাসন যথাযথভাবে রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হয়। বিদ্যমান কাঠামোতে উচ্চ আয়ের অনেক যোগ্য প্রতিষ্ঠানও করের আওতার বাইরে থেকে যাচ্ছে, যখন নিয়মিত কর প্রদানকারী ব্যক্তি/ব্যবসায়ীদের উপর আরো বেশি করে করের বোঝা চাপানো হচ্ছে। বিষয়টি সঠিকভাবে সমাধা হওয়া প্রয়োজন।’

ঘাটতি বিষয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রদত্ত কর ব্যবস্থার সংস্কারের শর্তাবলীর কারণে চূড়ান্ত বাজেট ঘাটতি বাড়িয়ে তুলতে পারে। সুতরাং, এমসিসিআই সরকারি প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে ব্যয় সীমিত করার জন্য যথাযথ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণের পরিমাণ বৃদ্ধি অর্থনীতিতে একটি ক্রাউডিং আউট প্রভাব তৈরি করতে পারে, যার ফলে বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জন্য তহবিলের ঘাটতি দেখা দিতে পারে। দ্বিতীয়ত, সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলে মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে বলে এমসিসিআই মনে করে। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ যৌক্তিকভাবে বাড়ানো প্রয়োজন মনে করছে এমসিসিআই।’

সারাবাংলা/ইএইচটি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর