Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ সীমান্তে ইউক্রেনীয় হামলা প্রতিহত, ৫০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২ জুন ২০২৩ ১৫:১৮ | আপডেট: ২ জুন ২০২৩ ১৯:০৩

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সীমাতে ইউক্রেনীয় সেনারা হামলার চেষ্টা চালিয়েছে। তবে এই হামলা চেষ্টা প্রতিহত করেছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।

মস্কো জানিয়েছে, বেলগোরোড অঞ্চলে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ৭০ ইউক্রেনীয় সেনা পাঁচটি ট্যাংক, চারটি সাঁজোয়া যান, সাতটি পিকআপ ট্রাক ও কামাজ ট্রাক নিয়ে আক্রমণ চালায়। সব মিলিয়ে তারা তিন বার সীমান্ত ভেদ করে রাশিয়ায় প্রবেশের চেষ্টা করে।

বিজ্ঞাপন

রুশ কর্তৃপক্ষের দাবি, বিমানবাহিনী ও আর্টিলারি ব্যবহার করে এসব আক্রমণ প্রতিহত করা হয়েছে। এসময় অন্তত ৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

এদিকে রাশিয়ার পশ্চিম স্মোলেনস্ক অঞ্চলে গত রাতে অন্তত দুটি দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে। এসব ড্রোন রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয় যায়নি।

স্মোলেনস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর বলেছেন, হামলাগুলো ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে হয়েছে। তবে এ হামলার জন্য কাউকে দায়ী করেননি তিনি।

সারাবাংলা/আইই

ইউক্রেন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর