Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্ব আদায় ৫৯ হাজার কোটি থেকে ৩ লাখ কোটিতে এসেছে: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৩ ১৯:০০

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ সরকার যখন ২০০৯ সালে ক্ষমতায় আসে তখন রাজস্ব আদায় ছিল ৫৯ হাজার কোটি টাকা। এখন রাজস্ব ২ লাখ ৯৫ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ৫৯ হাজার কোটি টাকা থেকে যদি ৩ লাখ কোটি টাকায় পৌঁছানো যায়, তাহলে এখন যেটা বাড়তি বলছেন সেটা আমরা অর্জন করতে পারব।

শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, আমরা যে বাজেটগুলো দিয়েছি। কোনোটিতেই ফেল করিনি, ইনশাআল্লাহ আগামীতেও আমরা ফেল করব না। দৃঢ় বিশ্বাস আমরা পরাজিত হব না, বিজয়ী হবই হব।

এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, এনবিআর চেয়ারম্যান রহমতুন মমিন, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেক মানুষের দেশ প্রেম আছে। দেশ প্রেম আছে বলেই আমরা বার বার বিজয়ী হয়েছি।

তিনি বলেন, এদেশের সব কিছুর মূলে হচ্ছে মানুষ। তাদের কর্মদক্ষতা, দেশের প্রতি তাদের মায়া মমতা, দায়বদ্ধতা এটা অসাধারণ এক উদাহরণ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে এবারের বাজেটের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলার সংকটে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায়।

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের চূড়ান্ত আকার (ব্যয়) ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে আয় ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

বাজেটে মোট ঘাটতির পরিমাণ ৫ দশমিক ২ শতাংশ। বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির লক্ষ্য ধরা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা।

সারাবাংলা/জিএস/আইই

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট ২০২৩-২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর