Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন প্রজন্ম শেখ হাসিনাকে সমর্থন করবে: ড. সেলিম মাহমুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৩ ১৯:২৬

কুমিল্লা: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে নিরঙ্কুশ ভাবে সমর্থন করবে। তিনি বাংলাদেশের জন্য যা কিছু করেছেন, সেজন্য একশ বছর পরেও এদেশের মানুষ শেখ হাসিনার অবদান ও তার সময়কালকে মনে রাখবে।’

শুক্রবার (২ জুন) চাঁদপুরের কচুয়ার মানুষদের সংগঠন ‘কুমিল্লাস্থ কচুয়া সমিতি’র এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কচুয়ার মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিতে কুমিল্লার নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ উপস্থিতি ছিলেন।

বিজ্ঞাপন

এদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম তাদের নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে সমর্থন করবে জানিয়ে সেলিম মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মর্যাদা সমুন্নত করেছেন। তিনি বাংলাদেশের মর্যাদা রক্ষা করেছেন, এখনও রক্ষা করে যাচ্ছেন।’

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরও বলেন, ‘ছাত্র-ছাত্রীদের এ কথা মনে রাখতে হবে যে, নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে শিক্ষা অর্জন ও মেধার কোন বিকল্প নেই। ‌‌পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর কোন বিকল্প নেই। তবে রাষ্ট্র ও সমাজকে চূড়ান্ত অর্থে কিছু দেওয়ার ক্ষেত্রে শুধু মেধাবী হলেই চলবে না। ব্যক্তিকে দেশপ্রেমিক হতে হবে, রাষ্ট্রের প্রতি তার আনুগত্য থাকতে হবে, নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে।’

বিজ্ঞাপন

কুমিল্লাস্থ কচুয়া সমিতির সভাপতি ডা. এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, বাংলাদেশ মেরিন একাডেমির চিফ ইঞ্জিনিয়ার ও মেরিন সার্ভেয়ার মনজুর আহমেদ, কুমিল্লার আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠুসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও

ড. সেলিম মাহমুদ নতুন প্রজন্ম শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর