Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভিক্ষা করতে গেলেও এখন টিআইএন থাকতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৩ ২২:২৬

ঢাকা: প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি জাতীয় দৈনিক একটি কার্টুন ছেপেছে। সেখানে একজন ভিক্ষুক, তার দুই কান কাটা, সে একটি থালা নিয়ে ভিক্ষা করছে। আর তার বুকের মধ্যে একটি বোর্ড লাগিয়ে রেখেছে…তার টিআইএন! বুঝতে পারছেন? অর্থাৎ যারা আয়করবহির্ভূত তাদেরকেও দুই হাজার টাকা আয়কর দিতে হবে। ভিক্ষা করতে গেলেও এখন টিআইএন থাকতে হবে, হিসাব খুলতে গেলেও টিআইএন থাকতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ মে) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাজেট দিয়ে মন্ত্রী বলছেন, চমৎকার বাজেট হয়েছে, সরকার বলছে, অত্যন্ত সন্দুর বাজেট হয়েছে। অথচ আমাদের নিয়ন্ত্রিত মিডিয়া বলছে, এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারেনি।’

তিনি বলেন, ‘ভয়ংকর মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট দরকার ছিল, সেই বাজেট দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আবারও ওই গোঁজামিল। কীভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কীভাবে প্রবৃদ্ধি অর্জিত হবে সে সম্পর্কে বাজেটে সুস্পষ্টভাবে কিছু বলা নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘সাধারণ মানুষের পকেট কেটে, সাধারণ মানুষকে একেবারে নিঃস্ব করে দিয়ে আজকে আপনারা (সরকার) বড় বড় মেগা প্রজেক্ট করছেন, মেগা উন্নয়ন করছেন সেই আনন্দে আপনারা দেখেছেন যে, সুবেশী প্রধানমন্ত্রী, সুবেশী অর্থমন্ত্রী, অত্যন্ত সুদর্শন ঘরভর্তি সংসদ সদস্যরা মিলে বাজেট প্রণয়ন করছেন। আর সাধারণ মানুষ যারা বাজার যাচ্ছেন তারা বলছেন যে বাজার থেকে আমি কিছু কিনে নিয়ে যেতে পারছি না। এটিই বাস্তবতা।’

তিনি বলেন, ‘আজকে চাল-ডাল-তেল-লবণ-পেঁয়াজ-আদার দাম এমনভাবে বেড়েছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে। এক ভদ্রলোক বলছেন, সামনে ঈদ আসছে কোরবানির ঈদ আমারও তো ইচ্ছা করে আমার পরিবারকে নিয়ে গরুর গোশত রান্না করে খাব। কিন্তু আদা কিনব কোত্থেকে, পেঁয়াজ কিনব কোত্থেকে ভ্যাট দেব কোত্থেকে এটিই বাস্তবতা। যে কারণে আজকে অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবতা বিবর্জিত একটা বাজেট যার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাস্তবতার।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একটা অবাধ নির্বাচন চাই। অতীতের অভিজ্ঞতা যে, আমরা বুঝি যে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এজন্যই দাবি আমাদের একটাই দয়া করে বিদায় হও। অনেক করেছো এনাফ-এনাফ দয়া করে বিদায় হও। মানুষকে কষ্ট না দিয়ে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দিয়ে মানে মানে বিদায় হও। তা না হলে এদেশের মানুষ কীভাবে বিদায় করতে পারে তা তারা ভালো করে জানে।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, এ কে এম আজিজুল ইসলাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক নুরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ফখরুল আলম প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ জাতীয় বাজেট বাজেট ২০২৩-২৪ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর