‘উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাওয়ার উপযুক্ত বাজেট ঘোষণা করেছি’
৩ জুন ২০২৩ ২৩:৫৮
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। তাই উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাওয়ার উপযুক্ত বাজেট ঘোষণা করেছি। এই বাজেট ইনশাল্লাহ আমরাই বাস্তবায়ন করতে পারব। কারণ, দেশবাসী আমাদের সঙ্গে আছে।
শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ট্রাক স্ট্যান্ডের উত্তর পাশে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেজগাঁওয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভবনে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের অনুমতি দিয়েছিলেন আওয়ামী লীগে সভাপতি শেখ হাসিনা। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর নিজস্ব ঠিকানা পেল ঢাকা জেলা আওয়ামী লীগ। এদিন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের নিজস্ব কার্যালয়ও ওই ভবনে হবে বলে ঘোষণা দেন দলীয় সভাপতি।
শেখ হাসিনা বলেন, ‘যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারে, যারা বোমা-গ্রেনেড হামলা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের মুখে এখন গণতন্ত্রের ছবক শুনতে হয়- এটাই সব থেকে দুঃখের। আর বাজেট আমরা দিয়েছি বাস্তবায়ন করতে পারব বলেই। আমাদের অনেক জ্ঞানীগুনী দেখি টকশো ফাটিয়ে ফেলছেন, এটা নাকি আমরা বাস্তবায়ন করতে পারব না। তারা প্রতিবছর ওই একই কথা বলে বেড়াচ্ছে। আর আমরা ঠিকই মানুষের উন্নয়ন করে যাচ্ছি। জীবনমানের উন্নয়ন করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘প্রত্যেকটা মানুষের জীবনমান যাতে উন্নত হয় সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। আর এটা সম্ভব হওয়ার একটাই কারণ; ২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে। একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে বিরাজমান আছে বলেই কিন্তু এই অর্থনৈতিক উন্নতিটা সম্ভব হয়েছে।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের কোনো উন্নতি হতো না। এটাই হলো বাস্তবতা। কারণ দেশের মানুষকে ভালবেসে কেউ কাজ করতো না। টাকা-পয়সা বানানো আর নিজেদের উদোরপূর্তি করে বিদেশে পার করা- এটাই করতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজ বাংলাদেশের মানুষের উন্নতি হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘কে কী বলে বলুক, সেটাতে কিছু আসে যায় না। আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত বাজেট আমরা ঘোষণা করেছি। এবং এই বাজেট ইনশাআল্লাহ আমরাই বাস্তবায়ন করতে পারব। কারণ, দেশবাসী আমাদের সঙ্গে আছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে।’
জেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এবং সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সারাবাংলা/এনআর/পিটিএম