Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরজার কবজার ভেতর ‘কোটি টাকার’ সোনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৩ ১৩:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি সোনা উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের যৌথ তল্লাশিতে এসব সোনা উদ্ধার হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই যাত্রীর লাগেজে দরোজায় ব্যবহৃত কয়েকটি কবজা পাওয়া যায়। কবজার মাঝে যে লোহার দণ্ড থাকে, জব্দ করা কবজাগুলোতে সেই দণ্ডটি পাওয়া গেছে সোনার তৈরি।

বিজ্ঞাপন

রোববার (৪ জুন) সকাল ৮টা ১০ মিনিটে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। সোনা উদ্ধারের পর ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

আটক যাত্রী আবদুল করিম সজনের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়।

সংশ্লিষ্টরা জানান, আবদুল করিমের লাগেজে তল্লাশি করে একটি সোনার বার, কবজার ভেতর থেকে ১২টি দণ্ডাকৃতির সোনা, ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ উদ্ধার হয়েছে।

উদ্ধার করা দণ্ডাকৃতির স্বর্ণগুলোর ওজন ৭৪৬ গ্রাম, বারটির ওজন ১১৬ গ্রাম ও চুরি সাদৃশ্য স্বর্ণগুলোর ওজন ১০০ গ্রাম।

মোট ৯৬৩ গ্রাম সোনার দাম ৮২ লাখ ৩২ হাজার ৪৩৩ টাকা। রাজস্ব আয় হয়েছে ৮৫ লক্ষ ৩৫ হাজার ৪৩৩ টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/ইআ

সোনা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর