Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনকালীন সরকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৩ ১৫:১২

ঢাকা: নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত প্রতিনিধি থাকা উচিত নয়।

রোববার (৪ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দুর্নীতির মামলা বিচারকার্যের সঙ্গে জড়িত বিচারকদের পাঁচ দিনব্যাপী ১৫০তম রিফ্রেশার এই কোর্সের আয়োজন করা হয়‌।

আইনমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না, তবে তিনি প্রয়োজনমতো মন্ত্রিসভা গঠন করতে পারেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখন তিনি নির্বাচনকালীন সরকার গঠন করবেন। নির্বাচনকালীন সরকারে শুধু জনগণের প্রতিনিধিদের থাকা উচিত।

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী নিয়ে তিনি বলেন, বিদেশি সংস্থা মতামত দেওয়ার আগেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার প্রয়োজন হলে সরকার করবে। অপব্যবহার ঠেকাতে আগামী সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিচারকদের সকল প্রকার ভয় ভীতির ঊর্ধ্বে থেকে দুর্নীতি মামলার বিচার করার আহ্বান জানান আইনমন্ত্রী।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর