Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৩ ১৫:১৩

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক বন্ধু।

রোববার (৪ জুন) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) এবং রমজান আলীর ছেলে মো. হাবিব (১৭)। এ সময় সাদিক নামের আরেকজন আহত হয়েছেন। তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাদিককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি মাজহারুল ইসলাম।

সারাবাংলা/ইআ

২ মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর