টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক বন্ধু।
রোববার (৪ জুন) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) এবং রমজান আলীর ছেলে মো. হাবিব (১৭)। এ সময় সাদিক নামের আরেকজন আহত হয়েছেন। তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাদিককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি মাজহারুল ইসলাম।