Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ায় ন্যাটোর মতো জোট নিয়ে চীনের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
৪ জুন ২০২৩ ১৫:৫৯ | আপডেট: ৫ জুন ২০২৩ ০১:১৮

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট প্রতিষ্ঠার ব্যাপারে সতর্ক করেছে চীন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু বলেছেন, ‘এ ধরনের জোট এই অঞ্চলটিকে সংঘাতের ঘূর্ণিতে নিমজ্জিত করবে।’

তিনি বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর মতো জোট করার প্রচেষ্টা দেশগুলোকে অপহরণ এবং আঞ্চলিক দ্বন্দ্ব অতিরঞ্জিত করার একটি উপায়।’

রোববার (৪ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।

লি জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি স্নায়ুযুদ্ধের মানসিকতা পুনরুত্থিত হয়েছে। তবে তার দেশ সংঘর্ষের পরিবর্তে সংলাপ চায়।

বিজ্ঞাপন

তিনি কিছু দেশের অস্ত্র প্রতিযোগিতা জোরদার করা এবং অন্যের অভ্যন্তরীণ বিষয়ে ইচ্ছাকৃতভাবে হস্তক্ষেপ করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।

লি শাংফু বলেন, ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা এখন পুনরুত্থিত হচ্ছে, যা নিরাপত্তা ঝুঁকিকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছে। আমাদের ধমক ও আধিপত্যের উপর পারস্পরিক শ্রদ্ধাবোধকে প্রাধান্য দেওয়া উচিত।’

চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এটি অনস্বীকার্য যে, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য একটি অসহনীয় বিপর্যয় হবে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য এ পৃথিবী অনেক বড়। দুই দেশই নিজ নিজ স্বার্থ রক্ষা করে নিজেদের উন্নয়ন করতে পারে।’

তিনি বলেন, ‘চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলাদা ও ভিন্ন ব্যবস্থা রয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে এবং সহযোগিতা গভীর করতে উভয় পক্ষকে অভিন্ন ভিত্তি এবং অভিন্ন স্বার্থ খোঁজা থেকে বিরত রাখা উচিত নয়।’

গত ৩ মার্চ চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হন লি শাংফু। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি গুরুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক ভাষণে ভাষণ দিলেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ ন্যাটো লি শাংফু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর