Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাটা হাত জোড়া লাগানোর কারিগর ডা. সাজেদুর আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৩ ১৮:৪৯

ঢাকা: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. সাজেদুর রেজা ফারুকী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিচ্ছিন্ন হাতের কবজি জোড়া লাগানোর কারিগর হিসেবে পরিচিত ছিলেন তিনি।

রোববার (৪ জুন) রাজধানীর মোহাম্মদপুর আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে পুলিশ সদস্য জনি খানের বিচ্ছিন্ন হওয়া হাত জোড়া লাগিয়ে আলোচনায় এসেছিলেন। এছাড়াও প্রায় প্রতিদিনই নিটোরে বিভিন্ন সফল অস্ত্রোপচার করে তিনি শুধু চিকিৎসকদের মাঝেই নয়, জনপ্রিয় হয়ে ওঠে রোগীদের মাঝেও।

বিজ্ঞাপন

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সেক্রেটারি জেনারেল ও নিটোর হাসপাতালের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, ‘ডা. সাজেদুর রেজা ফারুকীর এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়া যায় না। আমি দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছি। ব্যবহারে তিনি যেমন ছিলেন অমায়িক, কাজেও তিনি ছিলেন সেরা। যখনই দেখা হতো, সবসময় তিনি হাসিমুখে কথা বলতেন।’

তিনি বলেন, ‘ডা. ফারুকীর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়। মানুষের সেবা করেই তিনি জীবনটা কাটিয়ে দিয়েছেন। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির পক্ষ থেকে ডা. সাজেদুর রেজা ফারুকীর মৃত্যুতে সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

নিটোরের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহফুজুল হক তালুকদার বলেন, ‘ডা. সাজেদুর রেজা অনেক বড় মাপের চিকিৎসক ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের জন্য কিংবদন্তি চিকিৎসক। তার হাত ধরে অসংখ্য মানুষের হাত জোড়া লেগেছে। সর্বশেষ গত বছরের মে মাসে তিনি দীর্ঘ সাড়ে নয় ঘণ্টার অপারেশনে আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন হওয়া পুলিশ কনস্টেবলের (জনি খান) হাতের কবজি জোড়া লাগিয়ে আলোচনায় এসেছিলেন।’

বিজ্ঞাপন

এই চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক মোনায়েম হোসেন ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা গ্রামের সন্তান ডা. সাজেদুর রহমান ফারুকীর জন্ম ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর, কুষ্টিয়ায় নানা বাড়িতে। তিনি ১৯৮৪ সালে এসএসসি ও ১৯৮৬ সালে রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজে। সেখান থেকে ১৯৯৩ সালে এমবিবিএস পাস করেন তিনি। ডা. সাজেদুর রহমান ফারুকী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) থেকে অর্থোপেডিকসে এমএস করেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

কাটা হাত জোড়া লাগানো ডা. সাজেদুর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর