‘অস্ত্র বিক্রির আশায় মৌলবাদীদের মদদ দিচ্ছে পরাশক্তি’
৪ জুন ২০২৩ ২০:১২
চট্টগ্রাম ব্যুরো: আন্তর্জাতিক পরাশক্তি অস্ত্র বিক্রির আশায় বাংলাদেশে ধর্মীয় মৌলবাদী-উগ্রবাদী মহলগুলোকে সংঘাতে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (৪ জুন) সনাতন সম্প্রদায়ের জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠানে উপমন্ত্রী নওফেল একথা বলেন। চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নন্দনকানন ও প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আয়োজিত পৃথক অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপমন্ত্রী।
বিকেলে নগরীর জে এম সেন হল প্রাঙ্গনে ইসকন, নন্দনকানন মন্দির আয়োজিত অনুষ্ঠানে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ধর্ম পালনের অধিকার সবার আছে। কিন্তু কেউ যেন অন্যের ধর্মকে হেয় করতে না পারে, এই শিক্ষা কোনো ধর্ম দেয় না। আর নিজের ধর্মকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সম্মান করতে হয়, অন্য ধর্মকে হেয় করলে নিজের ধর্মকেই অসম্মান করা হয়।’
নন্দনকানন রাধামাধব মন্দির ও গৌরনিতাই আশ্রমের অধ্যক্ষ গদাধর দাসের সভাপতিত্বে ও সুমন চৌধুরীর সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের দ্বিতীয় সচিব উদত ঝা। এ সময় আরও বক্তব্য দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ভারতের মায়াপুরের ইসকন নামহট্টের কো-রিজিওনাল সেক্রেটারি গৌরাঙ্গ প্রেম, নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার নোবেল চাকমা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন, যুগ্ম সম্পাদক তপন কান্তি দাশ, চসিক কাউন্সিলর পুলক খাস্তগীর, নিলু নাগ, রুমকী সেন গুপ্ত।
এদিকে, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আয়োজিত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বাংলাদেশে পরিকল্পিতভাবে ধর্মীয় মৌলবাদ, উগ্রবাদ, মানুষে-মানুষে বিভক্তি তৈরির প্রচেষ্টা চলছে। আমার ধর্ম শ্রেষ্ঠ, অন্যের ধর্ম নিকৃষ্ট, আমার ধর্ম ভালো, অন্যের ধর্ম খারাপ- এভাবে গ্রামেগঞ্জে মানুষের বিশেষ করে নারীদের, আমাদের মা-বোনদের মগজ ধোলাই করা হচ্ছে।’
তিনি বলেন, ‘অনিয়ন্ত্রিত, অনিবন্ধিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, যারা আমাদের সরকারিভাবে নিবন্ধিত আলিয়া মাদরাসার অন্তর্ভুক্ত নয়, তারাই পরিকল্পিতভাবে এ প্রচারণা চালাচ্ছে। এই গোষ্ঠীকে মদদ দিচ্ছে আন্তর্জাতিক পরাশক্তি। তারা অস্ত্র বিক্রির আশায় এই ধর্মান্ধ, মৌলবাদী শক্তিকে সংঘাতে উসকানি দিচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’
মৌলবাদী গোষ্ঠী মাজারগুলোকে টার্গেট করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘মাজারে যাওয়া নাকি শিরক, তারা আমাদের আধ্যাত্মিক যে স্থানগুলো আছে সেগুলোতে যাওয়া পছন্দ করে না। নিজেদের মনগড়াভাবে তারা ধর্মীয় মতবাদ দেয়। মাজারে মুসলমান যেমন যায়, অন্য ধর্মাবলম্বীরাও যায়। কিন্তু এটা মৌলবাদী গোষ্ঠীর সহ্য হয় না। এই গোষ্ঠীকে আমরা একাত্তর সালে পরাজিত করেছিলাম। স্বাধীন দেশে তারা বিভিন্ন সরকারকে ব্যবহার করে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু এদেশের মানুষ তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। কারণ কোরআনের কোথাও ইসলামী রাষ্ট্রের কথা লেখা নেই।’
নওফেল আরও বলেন, ‘আমার পিতা এবিএম মহিউদ্দিন চৌধুরী আমাদের ছোটবেলা থেকে অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়েছেন। তিনি আমাদের নিয়ে বৃন্দাবন মথুরায় গিয়েছেন। আবার সেখান থেকে আজমির শরিফে খাজা বাবার দরবারে নিয়ে গেছেন। তিনি সিটি করপোরেশনের উদ্যোগে হজ কাফেলা করেছেন, আবার তীর্থযাত্রীদের জন্য তীর্থসেবা করেছেন।’
ধর্মের নামে সমাজে অসহিষ্ণুতা তৈরির চেষ্টাকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার ধর্মীয় বিশ্বাসে অটল থাকব, আরেকজন তার ধর্মীয় বিশ্বাসে অটল থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু একে অপরের মতবাদকে শ্রদ্ধা করতে হবে, গ্রহণ করতে হবে।’
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাসের সভাপতিত্বে অনুষ্ঠানে চসিক কাউন্সিলর মোরশেদ আলম, পুলক খাস্তগীর, নীলু নাগ, রুমকি সেনগুপ্ত, ইসকনের গৌরাঙ্গ প্রেমস্বামী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বক্তব্য দেন।
সারাবাংলা/আরডি/পিটিএম