Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৭ আসনে জাপার মনোনয়ন পেলেন কাজী মামুনুর রশীদ

স্পেশাল করসপন্ডেন্ট
৫ জুন ২০২৩ ১২:০৪

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (জাপা) রওশন গ্রুপের মনোনয়ন পেয়েছেন কাজী মামুনুর রশীদ।

সোমবার (৫ জুন) সকালে কাজী মামুনুর রশীদকে মনোনয়ন দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন রওশন এরশাদ।

কাজী মামুনুর রশীদ নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই মাত্র মনোনয়ন দেওয়া হয়েছে।’ আসন্ন উপনির্বাচনে তিনি লড়বেন বলেও জানান কাজী মামুনুর রশীদ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭’র শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

রাজধানীর গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসনটি গঠিত। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন।

এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনও মনোনয়ন চূড়ান্ত করেনি। অন্যদিকে, বিএনপি নির্বাচন বর্জনের চলমান ধারা অব্যাহত রাখায় এই আসনে দলটির কোনো প্রার্থী থাকবেন না বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এএইচএইচ/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর