Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশের ২ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৩ ১৪:৪৫

ঢাকা: রাজধানীর মিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টের জেরে জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। সোমবার (৫ জুন) পুলিশ বাদী হয়ে কাফরুল থানায় মামলা দুটি দায়ের করে।

জানা গেছে, একটি মামলা ডিজিটাল সিকিউরিটি আইনে হয়েছে। এ মামলার আসামি মো. সোহেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আরেকটি মামলা পুলিশের কাজে বাধা দেওয়া অভিযোগে করা হয়েছে। এ মামলায় সহস্রাধিক অজ্ঞাত নাম-পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ জুন) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকালের ঘটনায় পুলিশ বাদী দুটি মামলা করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্ত সোহেল পুলিশ হেফাজতে রয়েছেন। আর ধর্মীয় উস্কানির অভিযোগ তুলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো মতাদর্শ কাজ করেছে কি-না তাও খতিয়ে দেখা হবে।’

পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর-১৩ নম্বরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। ফেসবুকে ধর্মীয় কটূক্তিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রোববার (৪ জুন) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

এক ব্যক্তি ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট করেন। এ পোস্ট ছড়িয়ে পরলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড.  খ. মহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।’

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি পোস্ট দেওয়ার পর স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। এরপর স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ পুলিশ মামলা সংঘর্ষ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর