Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ লাখ ৮১ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৩ ২০:২১

ঢাকা: আমদানির ঘোষণার প্রথম দিনে দেশের বাইরে থেকে ২ লাখ ৮০ হাজার ৮০০ টন পেঁয়াজ আনার অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। সোমবার (৫ জুন) কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সোমবার সকাল থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। প্রথম দিনে এখন পর্যন্ত ২১০টি আইপি আবেদন অনুমোদন করা হয়েছে। এতে পেঁয়াজের পরিমাণ ২ লাখ ৮০ হাজার ৮০০ টন।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (৪ জুন) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভোক্তা-স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সোমবার বিকেল থেকে দেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ করেছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

অনুমোদন পেঁয়াজ আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর