Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইপারসনিক মিসাইল উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৬ জুন ২০২৩ ১৪:২৯ | আপডেট: ৬ জুন ২০২৩ ১৫:৫৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি)  অ্যারোস্পেস ফোর্স প্রথমবার নিজেদের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফাত্তাহ বা বিজয়ী।

মঙ্গলবার (৬ জুন) সকালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি উপস্থিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জানান, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৪ গুণ দ্রুত অর্থাৎ, ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। এটির পাল্লা ১৪০০ কিলোমিটার। এটি যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

বর্তমানে বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশে হাইপারসনিক মিসাইল রয়েছে। এগুলো হলো, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। এছাড়া অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি ও জাপান হাইপারসনিক মিসাইল তৈরির কাজ করছে। ইসরাইল ও দক্ষিণ কোরিয়াও হাইপারসনিক মিসাইল তৈরির কার্যক্রম শুরু করেছে।

সারাবাংলা/আইই

ইরান হাইপারসনিক মিসাইল

বিজ্ঞাপন

কবরী: স্মৃতিতে ‘মিষ্টি মেয়ে’
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর