Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৪ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি, এসেছে ১২৮৮ টন

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৩ ১৯:০৯

ফাইল ছবি

ঢাকা: দুই দিনে ৪ লাখ ৩৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এরইমধ্যে দেশে ১ হাজার ২৮৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুই দিনে ৪ লাখ ৩৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরইমধ্যে গতকাল থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১ হাজার ২৮৮ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে।

এদিকে, গতকাল সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এদিন ২১০টি আইপি আবেদন অনুমোদন করা হয়েছে, এতে পেঁয়াজের পরিমাণ ২ লাখ ৮০ হাজার ৮০০ টন।

প্রসঙ্গত, দেশে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। গতকাল সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। দেশের কাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছিল কৃষি মন্ত্রণালয়।

এর আগে, পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

সারাবাংলা/ইএইচটি/এনএস

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর