Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫০ টাকার জন্য মাদরাসা শিক্ষার্থীকে পিটিয়ে খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৩ ২২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় এক মাদরাসা ছাত্রকে খুনের ঘটনা ঘটেছে। ১৫০ টাকার জন্য তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) সকালে জঙ্গলখাইন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাদার পাড়া এলাকার পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। মৃত মো. মাঈন উদ্দিন (১৭) একই এলাকার দিল মোহাম্মদের ছেলে। সে পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা থেকে ২০২৩ সালে দাখিল পরীক্ষা দিয়েছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে বলেন, ‘মৃত মাঈন উদ্দিনের ফুফুর নাতি তার কাছ থেকে ১৫০ টাকা পেত। আজ ওই টাকা চাইতে গেলে মাঈন তাকে টাকা দেবে না বলে জানায়। এতে তাকে লাঠি দিয়ে শরীরে আঘাত ও মারধর করে ওই তরুণ। মাঈনের অণ্ডকোষেও আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযুক্তকে ধরতে আমাদের অভিযান চলছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

মাদরাসা শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর