ছিনতাই করতে গিয়ে গণপিটুনি, প্রাণ গেল যুবকের
৯ মে ২০১৮ ১৯:০৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত যুবকের নাম সাখাওয়াত।
এদিন সকালে মগবাজার চেয়ারম্যান গলির সামনে ছিনতাই করার সময় পথচারীরা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার ইহসানুল ফেরদাউস সারাবাংলাকে জানান, আহত অবস্থায় ওই যুবকে পেয়েছিলাম আমরা। সকালে তাকে চিকিৎসাও দেওয়া হয়েছিল। বিকেলে মামলা দায়ের করার সময় ফের অসুস্থ বোধ করে ওই যুবক। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল। ইসিজি রিপোর্ট হাতে পেয়ে আমরা মৃত ঘোষণা করি।
সারাবাংলা/এসআর/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook