ডিবি হেফাজতে মৃত্যু, হত্যা প্রমাণিত হলে ব্যবস্থা
৯ মে ২০১৮ ২০:১৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আসলাম নামে যে ব্যক্তির মৃত্যুর পর হত্যার অভিযোগ তুলেছে তার পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যাকাণ্ড এবং ডিবির কেউ জড়িত আছে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৯ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক আলোচনায় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহান মে দিবস উপলক্ষে জাতীয় রিকশা-শ্রমিক ইউনিয়ন এই সভার আয়োজন করে।
গত ২৬ এপ্রিল নিয়ামুল নামে এক ব্যক্তি রাজধানীর মিরপুর থেকে অপহৃত হন। ওই দিনই নিয়ামুলের ভাই নাজমুল শাহ আলী থানায় একটি জিডি করেন। এরপর নাজমুলকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নাজমুল পুরো বিষয়টি ডিবিকে জানান এবং জিডির কপি জমা দেন।
সেই জিডির সূত্র ধরে গত ৫ মে গাজীপুর থেকে আসলাম ও তার চাচাত বোন রীপাকে আটক করে ডিবি পশ্চিম বিভাগের একটি দল। পরদিন ৬ মে সকালে আসলাম পেটে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎকরা আসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসরা আসলামকে মৃত ঘোষণা করেন।
মৃত্যু সনদে চিকিৎসকরা উল্লেখ করেছেন, আসলামের পায়ে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের সুরতহাল প্রতিবেদনেও আঘাতের প্রসঙ্গটি উঠে আসে।
বিএনপির অভিযোগ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে- সাংবাদিকরা প্রসঙ্গটি সামনে আনলে স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ঢালাওভাবে গ্রেফতার করা হয় না। যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা সবাই কোনো না কোনো মামলার আসামি। যারা পলাতক ছিলেন, তাদের খুঁজে খুঁজে গ্রেফতার করা হচ্ছে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, লক্ষ্য রাখতে হবে শ্রমিকরা যেন মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়ে যায়।
সারাবাংলা/ইউজে/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook