Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৩ ১৭:৩৬

ঢাকা: জামায়াতে ইসলামীর রাজধানী বনানী থানা কমিটির আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল রাফেকসহ ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৭ জুন) মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন সন্ত্রাস বিরোধ আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন-শাহিনুর ইসলাম, রুহুল আমিন, হাফিজুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক, সাগর হোসেন, আবু বক্কর, শাহিনুর রহমান ও নূরে আলম।

এদিন তাদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ জুন রাত সাড়ে ৯টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বনানী ওয়ারলেস গেট এলাকায় নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিল। এসময় পুলিশ তাদের আটক করে। এরপর তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়।

সারাবাংলা/এআই/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর