Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা সীমান্তে সোনার বারসহ ২ পাচারকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৩ ১৯:১৪

বেনাপোল: ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে এক কেজি ৪০০ গ্রামের ১২টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি-২১ ব্যাটালিয়নের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদারের ছেলে দেব হালদার (৪২) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)

বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দলের সদস্যরা তাদের সোনার বারসহ আটক করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, সীমান্তে পথে একটি সোনার চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দু’জন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক দু’জন এলাকার শীর্ষ স্বর্ণ, অস্ত্র ও মাদক পাচারকারী বলে জানান বিজিবি অধিনায়ক।

সারাবাংলা/এমও

শার্শা সীমান্ত সোনার বার

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর