Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন দিনে ভারত থেকে ৮৩০০ টন পেঁয়াজ আমদানি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৩ ২১:৩৩

ঢাকা: ভারত থেকে তিন দিনে চার লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। ইতিমধ্যে বাংলাদেশে আট হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।

বুধবার (৭ জুন) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সর্বশেষ পেঁয়াজ আমদানি সংক্রান্ত তথ্যে এমন কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার আমদানির সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ৫ জুন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়।

এর আগে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকায় উঠে যায়। এরপর পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার খবরে গত ২/৩ দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫/৩০ টাকা কমে ৬০ থেকে ৬৫ টাকায় নেমে আসে।

সারাবাংলা/জিএস/এমও

টপ নিউজ পেঁয়াজ ভারত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর