Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি ও চেয়ারম্যান রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৩ ১৬:৫৯

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর অভিযোগের মামলায় পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান ও এমডিকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং ফরহাদুল আমীন।

মামলাটির তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এ সময় আসামিদের পক্ষে তাদের আইনজীবী হাসনাইন তালুকদার (সুজন) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে, ৬ জুন স্প্রে ম্যান টিটু মোল্লার দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, তেলাপোকা মারার ওষুধে বিষক্রিয়ায় ৪ জুন ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়। মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার থাকতেন। ওই ঘটনায় তিনি ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।

পোকামাকড় মারতে মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে “ডিসিএস অর্গানাইজেন লিমিটেড” নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। সেই পেস্ট কন্ট্রোল কোম্পানির কর্মীরা পোকামাকড় নিধনের জন্য এলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ৬ ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয়। কোম্পানির নির্দেশনা মেনে ১৫ ঘণ্টা পর পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এরপরেই বিষাক্ত গ্যাসের বিক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তারা। সেই ঘটনায় ওই দুই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।

সারাবাংলা/এআই/ইআ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর