চট্টগ্রামে শনিবার থেকে নামছে ‘পর্যটক বাস’
৮ জুন ২০২৩ ১৭:৩২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দুই পর্যটন স্পটে আসা-যাওয়ার জন্য নগরীতে বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। স্পট দু’টি হচ্ছে- পতেঙ্গা সমুদ্র সৈকত ও সীতাকুণ্ডের ফৌজদারহাটে নবনির্মিত ডিসি পার্ক।
শনিবার (১০ জুন) থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশেষ বাস চালুর কথা রয়েছে। এতে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে বিআরটিসির দুটি দ্বিতল বাসকে ‘পর্যটক বাস’ হিসেবে তৈরি করা হচ্ছে। এর মধ্যে একটি ছাদখোলা বাসও রাখা হয়েছে।
প্রতিদিন বিকেল ৩টা ও ৪টায় নগরীর টাইগারপাস থেকে ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করবে পর্যটক বাস দু’টি। আবার সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় শহরে ফিরে আসবে।
তবে ছুটির দিনগুলোর মধ্যে শুক্রবার তিনবার ও শনিবার চারবার চলাচলের কথা রয়েছে। প্রতি শুক্রবার সকাল ৯টায় টাইগারপাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করে দুপুর ১২টায় একই বাসে শহরে চলে আসা যাবে। আবার শনিবার সকাল সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় দু’বার টাইগারপাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করবে পর্যটক বাস।
টাইগারপাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে একজন পর্যটকের খরচ করতে হবে মাত্র ৭০ টাকা। আর পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগারপাসে ফেরা যাবে মাত্র ৩০ টাকায়। এছাড়া টাইগারপাস থেকে ডিসি পার্ক যাওয়ার টিকিটের মূল্য রাখা হয়েছে ৪০ টাকা।
ডিসি পার্ক থেকে টাইগার পাসে ফেরাও যাবে সমমূল্যের টিকিটে। মাত্র ৩০ টাকার টিকিটে ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন পর্যটকরা। বাসের চালকের সহকারি থেকে টিকিট সংগ্রহ করে পর্যটক বাসে ভ্রমণ করতে পারবেন যে কেউ।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস সারাবাংলাকে জানান, চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধি এবং এসি বাস যোগ করা হবে। এর মধ্যে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একটি ছাদখোলা বাসও রাখা হয়েছে।
শনিবার সকাল ১০টায় সার্কিট হাউজে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরপর দুপুর ১২টায় পতেঙ্গা সমুদ্র সৈকতে বাস চলাচলের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।
সারাবাংলা/আইসি/এনএস