Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা পাচার: রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৩ ১৭:৪১

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. জহির (৩২) কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি এর মানু মাঝি এলাকার মো. ইউসুফের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সারাবাংলাকে জানান, ইয়াবা পাচারের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জামিন নিয়ে পালিয়ে যাওয়ায় তার অনুপস্থিতিতেই সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় র‌্যাব সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার সময় ১৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ জহিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর সে সময়ের ডিএডি মো.আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর আসামি জহিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে বৃহস্পতিবার (আজ) এ রায় দেন আদালত।

সারাবাংলা/আইসি/ইআ

ইয়াবা পাচার যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর