Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দিন আগেই বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৩ ১৮:৩৯

ফাইল ছবি

রংপুর: তীব্র দাবদাহে নির্ধারিত সময়ের আগেই পাকতে শুরু করায় আগামী ১০ জুন থেকেই হাঁড়িভাঙ্গা আম বাজারে নামছে। আম চাষীদের দাবির মুখে নির্ধারিত সময়ের ১০ দিন আগে আম পাড়া মৌসুম শুরু হচ্ছে। এর আগে ২০ জুন আম পাড়ার দিন নির্ধারণ করা হয়।

রংপুরের জেলা প্রশাসক (ডিসি) চিত্রলেখা নাজনীন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, জেলার বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ, পদাগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপকভাবে হাঁড়িভাঙা আমের চাষ হয়ে আসছে। ব্যক্তিগত ও বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে এসব বাগান।

বিজ্ঞাপন

এবার ২৫০ কোটি টাকার হাঁড়িভাঙা আম ক্রয়-বিক্রি হতে পারে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ ও চাষীরা ধারণা করছেন। তারা জানান, অন্যবারের চেয়ে এবার আমের ফলন ভালো হয়েছে। তবে দাবদাহের কারণে নির্ধারিত সময় ২০ জুনের অনেক আগেই আম পাকতে শুরু করেছে।

হাঁড়িভাঙা আম চাষী পরিষদের সভাপতি আবদুস সালাম সরকার বলেন, ‘পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলাম যেন ২০ জুনের পরিবর্তে ১০ জুন বাজারজাত করার। প্রশাসন আবেদনটি বিবেচনায় নিয়েছে।’

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, এ বছর ১ হাজার ৯০৫ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের বাগান। গত বছর এই বাগানের আকার ছিল ১ হাজার ৮৮৭ হেক্টর। এবার প্রায় ২৫০ কোটি টাকার হাঁড়িভাঙা আম বিক্রি হতে পারে।

ডিসি চিত্রলেখা নাজনীন জানান, হাঁড়িভাঙা আম চাষিদের দাবির কারণে ১০ জুন থেকে এই আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএইচএস/এনএস

হাড়িভাঙ্গা আম