Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদ খননসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে ‘নাগরিক আহাজারি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৩ ১৮:১৪

ময়মনসিংহ: ‘ব্রহ্মপুত্রপাড়ে নাগরিক আহাজারি’ প্রতিপাদ্যে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের আয়োজনে শুক্রবার (৯ জুন) সকালে এ মানববন্ধন হয়।

ব্রহ্মপুত্র নদে হাঁটু পানিতে দাঁড়িয়ে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালেমের সঞ্চলনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শিক্ষক নেতা খন্দকার সুলতান আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নেতারা।

বিজ্ঞাপন

বক্তারা ব্রহ্মপুত্র নদকে খাল বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে খনন, দুইজোড়া আন্তঃনগর ট্রেন চালু, ময়মনসিংহ নগরী যানজট মুক্ত, ঢাকা-ময়মনসিংহ ডুয়েল ডাবল রেল লাইন স্থাপন,তিন হাজার শয্যার হাসপাতালসহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, গ্যাসের আবাসিক সংযোগ পুনঃরায় চালুসহ বিভিন্ন দাবির বিষয় উল্লেখ করেন।

অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সারাবাংলা/এমও

নাগরিক আহাজারি ব্রহ্মপুত্র নদ খনন ময়মনসিংহ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর