Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাগহীন থাইরয়েড অপারেশনকারী দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

সারাবাংলা ডেস্ক
৯ জুন ২০২৩ ২০:৩৪

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক থাইরয়েড নোটস (ন্যাচারাল অরিফিস থাইরয়েড এন্ডোস্কোপিক সার্জারি) কনফারেন্সে দাগহীন থাইরয়েড (গলগণ্ড) অপারেশন সম্পন্নকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালের লিজেন্ডারি সার্জন লেফটেন্যান্ট কর্নেল ডা. অনুঅং অনকুন ৯ জুন এই স্বীকৃতি দেন।

বিশ্বের উন্নত ৪৪টি দেশে এই অপারেশন নিয়মিত হলেও বাংলাদেশে আগে এ পদ্ধতিতে অপারেশন হতো না।

গত বছর নভেম্বর মাসে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মাহবুব আলম বাংলাদেশে প্রথম দাগহীন অপারেশন শুরু করেন।

এ অপারেশনে বাইরে কাটা ছেঁড়ার কোনো দাগ থাকে না। ঠোঁটের নিচে ফুটো করে অপারেশন করা হয়। মিনিম্যালি ইনভ্যাসিভ অর্থাৎ রোগীকে কম ক্ষত করে থাইরয়েড অপারেশনে ব্যথাও কম থাকে। এতে রোগীতে হাসপাতালে বেশি দিন থাকা লাগে না। এই ধরনের অপারেশনে রোগীর কণ্ঠস্বরও ভালো থাকে।

ডা. মাহবুব আলম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই অপারেশন নিয়মিত করাচ্ছেন । রোগী ও রোগীর স্বজনরা খুব সন্তুষ্ট থাকে কারণ অপারেশনের পর তাদের কোনো দাগ দেখা যায় না।

উন্নত প্রযুক্তির এই অপারেশনে বিশেষত কিছু যন্ত্রপাতি এবং খরচ সাধারণ অপারেশনের চাইতে সামান্য বেশি।

সারাবাংলা/একে

থাইরয়েড দাগহীন অপারেশন

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর