Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট দিতে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেবে খুলনা বিএনপি

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ০০:৪৭

খুলনা: দলের সিদ্ধান্ত অমান্য করে সরকারের অধীনে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর পক্ষে কাজ করলে বা ভোট দেওয়ার ‘সুনির্দিষ্ট অভিযোগ’ পেলে সাংগঠনিক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে খুলনা মহানগর বিএনপি। নগরীর ৩১টি ওয়ার্ডে গোপন মনিটরিং সেল গঠন করেছে দলটি।

শুক্রবার (৯ জুন) মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘নেতাকর্মীদের উপর নজর রাখার জন্য প্রতিটি ওয়ার্ডে ২১ সদস্যের গোপন মনিটরিং সেল গঠন করা হয়েছে। ভোটের দিন দলের দায়িত্বশীল ব্যক্তি ভোটপ্রদান করলে মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্তদের প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বিবৃতিতে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘বিগত ১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া দীর্ঘ প্রায় ৫ বছর কারাভোগ করছেন। সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। এমতাবস্থায় হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। সেই ঘোষণার আলোকে খুলনা মহানগর বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন বর্জন করা সত্ত্বেও দলের দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিস্বার্থ চিন্তা করে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় ৯ জনকে বিশ্বাসঘাতক, বেঈমান ও মীর জাফর আখ্যায়িত করে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সদস্য সচিব তুহিন জাতীয়তাবাদী দলের ডাকে সাড়া দিয়ে বিএনপির সঙ্গে খুলনাবাসীকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

খুলনা বিএনপি টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

দামেস্কে ইসরায়েলি বিমান হামলা
১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫০

আরো

সম্পর্কিত খবর