Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ বাড্ডায় ক্যাবল ব্যবসায়ীকে গুলি করে হত্যা


৯ মে ২০১৮ ২২:৩৩ | আপডেট: ১০ মে ২০১৮ ০৮:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকার ক্যাবল ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজ্জাক ‘ম্যাক্স ক্যাবল’ এর মালিক। তিনি মধ্যবাড্ডায় বসবাস করতেন। কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

তার বাবা ফজলুর রহমান সারাবাংলাকে জানান, রাত ৯টার দিকে খবর পাই রাজ্জাকের কিছু একটা হয়েছে। স্থানীয় জাগরণী ক্লাবে গিয়ে দেখি চেয়ারের ওপর গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে রাজ্জাক। কয়েকজনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর রাত সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বোম্ব জিসপোজাল ইউনিটকেও খবর দেওয়া হয়েছে। আলামত এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।

সারাবাংলা/এসআর/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর