Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা, রোববার রাত থেকে যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ১৭:০৫

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন উপলক্ষে শনিবার থেকে পাঁচদিনের জন্য নগরীতে সব ধরনের বৈধ অস্ত্র বহন, প্রদর্শন ও অস্ত্রসহ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর রোববার মধ্যরাত থেকে বন্ধ থাকবে সব ধরনের যান চলাচল। শুক্রবার রাতে এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— আগামী ১১ জুন রাত ১২টা থেকে ১২ জুন রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ ভ্যান, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ১০ জুন রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল থাকবে। নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে— জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ ও অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান এবং ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ছোট নৌযান চলাচল করতে পারবে। আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, পুলিশ কমিশনারের নির্দেশে পৃথক তিনটি নোটিশে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

সারাবাংলা/একে

বরিশাল বরিশাল সিটির ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর