নাটোরে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার
১০ জুন ২০২৩ ১৭:২৫
নাটোর: নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) সকাল ৮ টার দিকে কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার সাইফুর রহমান জানান, শুক্রবার (৯ জুন) সকালে সদর হাসপাতালে একদিন আগে ভূমিষ্ঠ শিশুটি তার দাদির কোল থেকে নার্সের অ্যাপরোন পরিহিত এক নারী এসে ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে যায়। পরে দীর্ঘসময় ওই নার্স ফিরে না আসায় স্বজনরা শিশুটির খোঁজ করতে থাকেন। সেই নারীর আর কোনো খোঁজ পাওয়া না গেলে পুলিশকে জানায় স্বজনরা।
হাসপাতালের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের একাধিক টিম মাঠে নামে। টানা অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধারসহ মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।
এ ব্যাপারে শিশুর বাবা বাদি হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সারাবাংলা/এমও