Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলেম-ওলামাদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৩ ১৭:২৩

জাহাঙ্গীর কবির নানক, ছবি: সারাবাংলা

বরিশাল: আলেম-ওলামা ও ইমামদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত জন্য ভোট চান তিনি।

শুক্রবার (৯ জুন) বরিশাল শহরের পোর্ট ও কেরামতিয়া জামে মসজিদে সিটি করপোরেশন এলাকার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মতবিনিময় কালে আলেম-ওলামাদের উদ্দেশে করে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

খোকন সেরনিয়াবাতের পক্ষে দোয়া চেয়ে নানক বলেন, ‘খোকন সেরনিয়াবাদ অত্যন্ত ধর্মভীরু মানুষ। ওনাকে বরিশাল শহরে মেয়র প্রার্থী হিসেবে নেত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন। আপনারা কি কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে খোকন সেরনিয়াবাতকে চিনতেন? এই মানুষটি অত্যন্ত স্বাভাবিক জীবন যাপন করে। নিশ্চয়ই উনি (শেখ হাসিনা) ভেবেচিন্তেই মনোনয়ন দিয়েছেন।’

বরিশালের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে বিষয়ে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বরিশালের মানুষকে আমার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে দিলাম, বরিশালের মানুষের কাছে আমার সালাম পৌঁছে দিয়ে তোমরা বলবা, আমার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে দিলাম বরিশালের মানুষের জন্য। তিনি নির্বাচিত হলে বরিশালের মানুষের নানা ধরনের উন্নয়ন করে দেব, বরিশালকে আমি নতুন করে গড়ে দেব।’

বিজ্ঞাপন

বাংলাদেশের সমাজ মসজিদভিত্তিক সমাজ উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়টি অস্বীকার করার কোনো উপায় যে, মসজিদভিত্তিক সমাজের নেতা হলেন আপনারা। ইমামরাই সমাজকে গড়বেন, হেদায়েত করবেন, ভালো শিখাবেন ও সমাজের খারাপগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন।’

বর্তমান সরকারের আলেম-ওলামা ও মাদরাসার উন্নয়নের করা বিভিন্ন পদক্ষেপ তুলে নানক বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাকি মসজিদ সব মন্দির হয়ে যায়। বাংলাদেশ ভারত হয়ে যায়। তা আপনারা বলেন, কোন মসজিদ কি মন্দির হয়েছে? বরং ৫৩৮টা মডেল মসজিদ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুধু তাই না আরবি বিশ্ববিদ্যালয় করেছেন প্রধানমন্ত্রী। কাওমি মাদরাসা সনদও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘ইমাম সাহেবদের ভাতার ব্যবস্থা হয়েছে। ইমাম-মাওলানাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কওমি মাদরাসা কত অবহেলিত ছিল। তাদের সনদ দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য আব্দুর রহমান বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার জয়ের বিকল্প নেই। তাই আপনাদের অনুরোধ করব- নৌকার পক্ষে সকলেই ভোট দেবেন। নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের জয়ী হলে কারও দুর্দশা থাকবে না। সকলেই উপকৃত হবেন।’

এ সময় দেশের অসাম্প্রদায়িকতা রক্ষার্থে নৌকার প্রার্থীকে জয়ী করতে অনুরোধ জানান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর