Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেসকো’র অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ১৮:৪৮

ঢাকা: ঢাকা ইলেক্ট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সাইবার টিম পেজটি উদ্ধারে কাজ করছে।

শনিবার (১০ জুন) বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, পেজটি পুনঃউদ্ধার না হওয়া পর্যন্ত ওই পেজে কোনো ম্যাসেজ আদান-প্রদান থেকে বিরত থাকা এবং যেকোনো পোস্ট এড়িয়ে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। পেজটি উদ্ধারের পর সবাইকে অবহিত করা হবে।

উল্লেখ্য, ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী দুই প্রতিষ্ঠানের মধ্যে ডেসকো একটি।

সারাবাংলা/জেআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর