Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ০৯:০৮

ঠাকুরগাঁও: রাণীশংকৈল উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফে’র গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার জগদল সীমান্তে বিজিবি ক্যাম্পের ৩৭৩/৭৪ পিলারের মাঝামাঝি বাংলাদেশ ভূখণ্ডের নাগর নদীর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ধর্মগড় কলোনি এলাকার মফিজ উদ্দীনের ছেলে জিন্নাত (৬০) নাগর নদীতে গোসল করছিলেন। এসময় ভারতীয় গোয়ালপুর থানার কুকরাদহ ক্যাম্পের বিএসএফে’র সদস্যরা তাকে গুলি করে। স্থানীয়রা আহত জিন্নাতকে দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, জিন্নাত ঢাকায় নিরাপত্তা প্রহরি পদে চাকরি করতেন। তিনি ছুটিতে গ্রামের বাড়ি এসেছিলেন। শনিবার দুপুরে নাগর নদীতে গোসল করতে যান। এসময় তাকে ভারতীয় বিএসএফ সদস্যরা গুলি করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে বাংলাদেশি নাগরিক জিন্নাত বাংলাদেশের সীমান্ত পার হয়ে যাওয়ার সময় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে। পরে লোকজন চিকিৎসার উদ্দেশে তাবে ঠাকুরগাঁও নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।

সারাবাংলা/এমও

বাংলাদেশি নিহত বিএসএফের ‍গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর