Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১০:৪০ | আপডেট: ১১ জুন ২০২৩ ১৭:২৬

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুইজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (১১ জুন) সকাল ৭টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুরগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. শাহিন (১৪) ও মো. সজীব (২৮)। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নামসহ নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা বলেন, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতরা সিএনজির যাত্রী ছিলেন। এসময় গুরুতর আহত হন আরও একজন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পরই ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

গাজীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর