Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৫:১৮

জয়পুরহাট: জয়পুরহাটে কালাইয়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুন) সকালে উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম দক্ষিণ পাকুরিয়া গ্রামের মৃত রইচ উদ্দিন মন্ডলের ছেলে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজুল ইসলাম শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে আজ সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

কৃষকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর