Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত


১০ মে ২০১৮ ০৯:২৬ | আপডেট: ১০ মে ২০১৮ ০৯:২৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ডিশ ব্যবসায়ী খুন হওয়ার পর ডিবি পুলিশের সঙ্গ ‘বন্দুকযুদ্ধে’  শাফায়াত (৩০) নামে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ মে) ভোর ৫টার দিকে বাড্ডা থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসব মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল রাতে রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকার ক্যাবল ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে (৩০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন যুবক পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে একটি দোকানের মধ্যে ঢুকে পরে। পরে পুলিশ সংবাদ পেয়ে রাতভর অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে শাফায়াতকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন সাফায়াত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

* দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর