Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনিপুর স্কুলের অধ্যক্ষকে অব্যাহতির সিদ্ধান্ত বৈধ: আপিল বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৩ ১১:৪০

ঢাকা: রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত বৈধ বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১২ জুন) জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে মনিপুর স্কুলের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আইনজীবী ছিদ্দিকুর রহমান খান।

পরে আইনজীবী ছিদ্দিকুর রহমান খান জানান, গত ১৩ অক্টোবর রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে অধ্যক্ষের পদ থেকে অব্যাহতির আদেশ হাইকোর্ট স্থগিত করেছিলেন।

এরপর আমরা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছেন।

গত বছরের ৪ অক্টোবর রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে চাকরির বয়সসীমা (৬০ বছর) অতিক্রম করায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ মনিপুর স্কুল অ্যান্ড কলেজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর