Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৩ ১৫:৩২

ঢাকা: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলায় ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) জানান, বরিশালের পুলিশ কমিশনারকে হামলাকারীদের গ্রেফতারে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে অন্যায় করেছে, তাকে শাস্তি পেতেই হবে।

বিজ্ঞাপন

সোমবার (১২ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই সিটি ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের একপর্যায়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মো. আহসান হাবিব খান বলেন, ‘বরিশালের পরিবেশ দেখলাম, খুব ভালো ভোট হচ্ছে। এরমধ্যে হামলা আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটি কাঙ্ক্ষিত ছিল না। প্রথমে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও পরে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ থেকে যা পাচ্ছি আমরা, অনেক হ্যাপি। সার্বিকভাবে ভোটের অবস্থা ভালো, একটা ঘটনা ছাড়া। ৩০ শতাংশ ভোট হয়েছে। দিন শেষে ৪০ শতাংশ হবে।’

ইসি কমিশনার বলেন, ব‘রিশালে র‌্যাব-বিজিবিসহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’

সারাবাংলা/জিএস/এমও

ইসলামী আন্দোলন ইসি গ্রেফতারের নির্দেশ টপ নিউজ মেয়র প্রার্থী হাতপাখা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর