Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ নারীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৩ ১৮:২৭

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাউজানে পানিতে ভাসমান অবস্থায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) সকালে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি পুকুর ও রাউজান উপজেলার পাহাড়তলী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বদুপাড়া হৃদ সংলগ্ন খাল থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।

এর মধ্যে সেলিনা বেগম (২৪) বাড়বকুণ্ড এলাকার আরিফ হোসেনের স্ত্রী ও রাউজান উপজেলায় উদ্ধার করা লাশটি ফাতেমা আক্তার (৩০) নামে এক নারীর।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ সারাবাংলাকে বলেন, ‘বাড়বকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সেবা ফিলিং স্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে সেলিনার লাশটি উদ্ধার করা হয়। সে মানসিক বিকারগ্রস্ত ছিল। তার শারীরিক অবস্থাও ভালো ছিলো না। কিছুদিন আগেও তার চিকিৎসার জন্য মসজিদে টাকা তোলা হয়েছে।’

‘সেলিনা প্রায় কাউকে কিছু না বলে গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যেতো। পরিবারের লোকজন গিয়ে তাকে খুঁজে নিয়ে আসতো। গতকাল রাতেও কাউকে না বলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে শ্বশুর বাড়ি থেকে কিছুটা দূরে সড়কের পাশে স্থানীয় এক মহিলা কাঁথা ধোয়ার সময় তার লাশ দেখতে পান। পুকুরে লাশ ভাসার খবর পেয়ে দুই পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি পুকুরের পাশে একটি দেয়ালে সে বসে থাকা অবস্থায় পানিতে পড়ে গেছে। শারিরীক অবস্থায় ভালো না থাকায় সে পানি থেকে আর উঠতে পারেনি। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন সারাবাংলাকে বলেন, ‘ফাতেমা ‘মানসিক প্রতিবন্ধী’ ছিলেন বলে তার পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছে। সন্ধ্যায় ফাতেমা ঘর থেকে বের হয়েছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।’

বিজ্ঞাপন

‘সকালে বাড়ির পাশে খালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

সারাবাংলা/আইসি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর