বরিশালে ৪৬ হাজার ভোটে এগিয়ে নৌকা
১২ জুন ২০২৩ ১৮:৫৫
বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ১০৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
সোমবার (১২ জুন) বিকেল থেকে জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়াম থেকে ফলাফল ঘোষণা করছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
১২৬ কেন্দ্রের মধ্যে ১০৮ কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাথা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম ২৯ হাজার ৫৫১ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী ৪৬ হাজার ৩০১ ভোটে এগিয়ে আছেন।
এরআগে সকাল ৮টা থেকে বরিশাল নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি ভোট কক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা শেষ হয় বিকাল চারটায়।
প্রসঙ্গত, এই সিটিতে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়াই করছেন ৪২ জন।
# বরিশালে ২৫ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে নৌকা
সারাবাংলা/এনইউ